ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেখের হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজ।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ইউএনও অনুজা মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল আমিন খান সুরুজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২০০৩ সাল থেকে শেখের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ইউপি চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজ বলেন, আমি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার জন্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করলাম। সবার দোয়া ও সহযোগিতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো।