ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম আহত এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। এদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিন জন নারী, চার জন শিশু ও পাঁচ জন পুরুষ।