নরসিংদীতে কই মাছ গলায় আটকে মিয়া চাঁন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাতে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় মিয়া চাঁনের বাড়ির পাশের পুকুরের সব মাছ ভেসে উঠে। মিয়া চাঁন তখন পুকুরে মাছ ধরতে নামেন এবং অনেক মাছ পান। এ সময় তার সঙ্গে থাকা সব পাত্র মাছে ভরে যায়। অতিরিক্ত মাছ রাখার জায়গা না পেয়ে একটি কই মাছ মুখে নেন মিয়া চাঁন। পরে অসাবধানতাবশত কই মাছটি মুখ থেকে তার গলায় আটকে যায়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদুল কবির বাসার কমল বলেন, মিয়া চাঁন নামের ওই কৃষককে হাসপাতালে আনা হলে তার অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে জানতে পারি, তার মৃত্যু হয়েছে। মূলত কই মাছ গলায় আটকে কাঁটা বিঁধে তার মৃত্যু হয়েছে।