সারা বাংলা

মৌলভীবাজারে ঝড়ে ব্যাপক ক্ষতি, ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়াসহ বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি, রবিশস্য, গাছপালা ও বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। পল্লী বিদ্যুতের প্রায় ৩০ হাজার গ্রাহক রাত থেকেই বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় কমলগঞ্জ সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জামির কোনা, উত্তর তিলকপুর ও তিলকপুর গ্রামে ২৫-৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন। ঝড়ে ১৫-২০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

এ ছাড়া কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় ঝড়ে বেশ কিছু গাছপালা উপড়ে গিয়ে বৈদ্যুতিক লাইনের ক্ষতি সাধিত হয়েছে। এতে করে জেলার পল্লী বিদ্যুতের প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, বিদ্যুৎ চলাচল স্বাভাবিক হতে সন্ধ্যা হয়ে যাবে। কৃষকরা ও ভুক্তভোগীরা ভর্তুকির দাবি জানিয়েছেন সরকারের কাছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।