রাজনীতি

শিবনারায়ণের স্বপ্নের পতাকা আমাদের গৌরবের অর্জন: জিএম কাদের 

জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

শুক্রবার (১৯ এপ্রিল) এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। 

শোকবার্তায় বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, একাত্তরের উত্তাল দিনগুলোতে শিবনারায়ণ দাসের অনন্য ভূমিকা অক্ষয় হয়ে থাকবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন শিবনারায়ণ দাস জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেন। শিবনারায়ণ দাসের স্বপ্নের পতাকা আমাদের গৌরবের অর্জন। শিবনারায়ণ দাসকে জাতি আজীবন স্মরণে রাখবেন।

জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।