উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চার দল নিশ্চিত হয়েছে। বার্সেলোনাকে হারিয়ে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি), অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনালকে হারিয়ে বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদ জায়গা করে নিয়েছে এবারের আসরের সেমিফাইনালে।
অবশ্য সেমিফাইনালের আগে সবগুলো দলই পেয়েছে লম্বা বিরতি। আগামী ৩০ এপ্রিল শুরু হবে শেষ চার তথা সেমিফাইনালের লড়াই।
৩০ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে শেষ চারের প্রথম লেগে বায়ার্নের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আর ১ মে দিবাগত রাতে ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে পিএসজি।
এরপর ফিরতি লেগ হবে ৭ ও ৮ মে। ৭ মে রাতে পিএসজির মুখোমুখি হবে ডর্টমুন্ড। আর ৮ মে রাতে ঘরের মাঠে বায়ার্নকে আতিথ্য দিবে রিয়াল।
ফাইনাল অনুষ্ঠিত হবে ১ জুন।