খেলাধুলা

ইনজুরিতে মায়ামির আরও দুই তারকা, মেসি কতটা ফিট?

ইনজুরিতে মায়ামির আরও দুই তারকা, মেসি কতটা ফিট?

শনিবার মেজর লিগ সকারে নাশভিল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছেন লিওনেল মেসি। তিনি শতভাগ ফিট। তিনি খেলতে পারবেন নাশভিলের বিপক্ষে।

তবে তাদের আরও দুই রক্ষণভাগের খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। জর্ডি আলবা ও সারগি ক্রিভটসোভ আজকের অনুশীলনে ছিলেন না। এই সপ্তাহে আর তাদের খেলা হবে না। আলবা পেশির ইনজুরিতে ভুগছেন। কমপক্ষে দুই ম্যাচ মিস করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কোচ টাটা মার্টিনো।

এদিন অবশ্য অনুশীলনে দেখা গেছে লিওনার্দো কাম্পানা ও রবার্ট টেইলকেও। কিন্তু তারা দুজন শনিবার খেলতে পারবেন না। ২৭ তারিখ রেভিউলুশনের বিপক্ষের ম্যাচে খেলতে পারবেন।