হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যাওয়া বাসের চালক হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২০ এপ্রিল) ভোরে বরিশালের হিজলা এলাকা থেকে থাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র্যাব-১ থেকে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গতকাল সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যান। তবে জব্দ করা হয় বাসটি।