সারা দেশে তীব্র তাপদাহের কারণে চলতি সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনলাইনে সপ্তাহজুড়ে ক্লাস চলবে । রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ সভায় এ বিষয়ে সিন্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও সভায় উপস্থিত একাধিক সদস্য বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, সব শিক্ষার্থী গরমের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। ঢাকায় প্রচণ্ড গরম থাকার কারণে অনেক শিক্ষার্থী দূর থেকে ক্লাস করতে আসতে পারছে না। সবার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন চলতি সপ্তাহে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, এ সময়ে সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। বন্ধ থাকা পরীক্ষা সময়সূচি পুনরায় ঘোষণা করা হবে।