খেলাধুলা

কিশোরের ঘূর্ণিতে অল্প পুঁজি পেলো পাঞ্জাব

গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে পারলো না পাঞ্জাব কিংস। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রানে থেমেছে তারা। জিততে গুজরাটকে করতে হবে ১৪৩ রান।

পাঞ্জাবের ব্যাটিংয়ের লাগাম টেনে ধরেন গুজরাটের ঘূর্ণি বোলার সাই কিশোর। ৪ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। মোহিত শর্মা ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ২টি উইকেট। নূর আহমদ ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ২টি।

তাদের বোলিং তোপে পাঞ্জাবের ব্যাটসম্যানদের মধ্যে ৩৫ রানের বেশি করতে পারেনি কেউ। ৩ চার ও ৩ ছক্কায় এই রান করেন প্রভসিমরান সিং। হারপ্রিত ব্রার ১২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ২৯ রানের ক্যামিং ইনিংস খেলেন। ২ চারে ২০ রান করেন স্যাম কারান। এছাড়া হারপ্রিত সিং ১৪ ও জিতেশ শর্মা করেন ১৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গুজরাট আছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। আর সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস আছে নবম স্থানে।