ক্যাম্পাস

অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাসের ঘোষণা কুবির

প্রচণ্ড তাপদাহের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রোববার (২১ এপ্রিল) রাতে ৮০তম অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।

উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, 'সব ক্লাস রুটিন মোতাবেক অনলাইনে নেওয়া হবে। তবে সেমিস্টার ফাইনালের পরীক্ষা চলমান থাকবে৷ এই পরীক্ষাসমূহ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২ মে পর্যন্ত সব মিডটার্ম ও ক্লাসটেস্ট স্থগিত থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা অর্ধেক চলমান থাকবে।'

উল্লেখ্য, বৈশাখের শুরু থেকে বাড়তে থাকা তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ হয়ে গেলে সরকার দেশের সমস্ত স্কুল কলেজ সাতদিনের জন্য ছুটি ঘোষণা করে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।