দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে আজ মঙ্গলবার (২৩) সকাল ৬টা থেকে আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার কর্মসূচি পালন করছেন সব চিকিৎসক।
এর আগে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ অন্যান্য সংগঠনের আহ্বানে গত রোববার ও সোমবার দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।
বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশের ওপর হামলাকারী ছৈয়দ চেয়ারম্যানসহ অন্যান্যদের গ্রেপ্তার ও মেডিক্যাল সেন্টার, চট্টগ্রাম এনআইসিইউতে কর্তব্যরত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুর ওপর বর্বরোচিত হামলার মূল অভিযুক্তদেরসহ জামিনপ্রাপ্তদের জামিন বাতিলের দাবি ও অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস (ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা) বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, বেসরকারি হাসপাতাল ক্লিনিকে পূর্বদিনের ভর্তি রোগীর চিকিৎসা সেবা চলবে। ডায়াগনস্টিক সেন্টারে পূর্বের রোগীর রিপোর্ট ডেলিভারি দেওয়া যাবে, কোনো প্রকার নতুন রোগী ভর্তি বা সেবা দেওয়া যাবে না।
বিএমএর চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন চিকিৎসকরা। একের পর এক চিকিৎসকের ওপর হামলা ঘটনা ঘটলেও উপযুক্ত বিচার না হওয়ার কারণে চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে। সার্বিকভাবে চিকিৎসকরা কর্মক্ষেত্রে খুবই অনিরাপদ। চিকিৎসকদের সুরক্ষায় শক্তিশালী আইন থাকা দরকার। অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার করে আইন আওতায় আনার দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতালে দুর্ঘটনায় আহত এক রোগীকে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশকে বেড়ধক মারধর করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ ঘটনার দুইদির পর গত ১৪ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে থাকা নিউমোনিয়া আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলা চালায় রোগীর অভিভাবকরা।