রাজনীতি

নেতাদের মুক্তি চেয়ে বিএনপির মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও সহ-সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েলসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে বিএনপি। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভরদুপুরে প্রচণ্ড রোদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এদিন দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে বিজয় নগর গিয়ে শেষ হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের ডা. আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।