সারা বাংলা

সড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার 

গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে হাতিটির লাশ উদ্ধার হয়।

উদ্যানের কর্মকর্তারা ও স্থানীয়রা জানান, আজ সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কোলঘেষা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি কর্মকর্তাদের জানানো হয়। এরপরই ঘটনাস্থলে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তা আসেন। 

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মৃত হাতিটির মাথায় ক্ষত চিহ্ন আছে। গাজীপুর মেট্টোপলিটনের সদর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে এসেছিল। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথভাবে হাতিটির ময়নাতদন্ত করবেন। এরপরই হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্তের পর এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।