আন্তর্জাতিক

‘বৃষ্টি মোকাবেলায় আমরা বড় শিক্ষা পেয়েছি’

গত সপ্তাহের রেকর্ড বৃষ্টির কারণে ব্যাপক বন্যার পর সংযুক্ত আরব আমিরাত বুধবার স্থানীয় পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত করার জন্য ৫৪ কোটি ৪০ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বলেন, ‘প্রচণ্ড বৃষ্টি মোকাবেলায় আমরা বড় শিক্ষা পেয়েছি। নাগরিকদের ঘরবাড়ির ক্ষতি সামাল দিতে ২০০ কোটি দিরহাম’ এর অনুমোদন দেওয়া হয়েছে।

৭৫ বছর আগে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত সংশ্লিষ্ট ঘটনায়  কমপক্ষে চারজন নিহত হয়েছে। মরুভূমির দেশটিতে অভূতপূর্ব বন্যায় রাস্তাগুলো প্রায় নদীতে পরিণত হয়েছিল। এছাড়া বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে যায়।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বলেন,‘পরিস্থিতি তার তীব্রতায় অভূতপূর্ব ছিল কিন্তু আমরা এমন একটি দেশ যেটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়।’