প্রচণ্ড তাপদাহের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বিষয়টি রাইজিং বিডিকে নিশ্চিত করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, 'শিক্ষার্থীরা গরমের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। আগামী সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। তাপমাত্রা কমলে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। তবে বিভাগগুলোর পূর্ব নির্ধারিত পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। আর এ পরীক্ষাগুলো সংশ্লিষ্ট বিভাগের নিজস্ব তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।'