পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইউনিট হোল্ডারদের জন্য ৭.৪৪ শতাংশ মুনাফা রেট ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের এ মুনাফা রেট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, বুধবার অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়।
তথ্য মতে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আগামী ২৫ জুন আহ্বান করা বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত মুনাফা বিতরণ সম্পন্ন করা হবে। এ মুনাফা দিতে যোগ্য বন্ডধারী নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ১৬ মে।
মুনাফা রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।