শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ওমর আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ওমর আলী তার বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। অন্যান্য রাতে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই অবস্থান করছিলেন। এ সময় একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে ওমর আলীর ওপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ধানক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।