আধুনিক স্থাপত্যশিল্পে টাইলসের শিল্পের গুরুত্ব অপরিসীম। শিল্পটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে টাইলস শিল্পী বা টাইল ফিটারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টাইল ফিটারদের ভূমিকার স্বীকৃতি দিল দেশে বাংলাদেশের টাইলস্ শিল্পের পথিকৃৎ এক্স সিরামিক্স গ্রুপ। টাইলস শিল্পীদের প্রশিক্ষণ, স্বীকৃতি এবং দিক-নির্দেশনা দিতে গ্রুপটি আয়োজন করেছে ‘টাইলস শিল্পী মিলনমেলা’।
বৃহস্পতিবার এক্স সিরামিকস গ্রুপ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারাদেশেই এই উৎসবের আয়োজন করবে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় ‘টাইলস শিল্পী মিলনমেলা ২০২৪’ এর আয়োজন করা হয়েছে। যাদের দক্ষতা এবং সৃজনশীলতায় ভবনগুলোতে সিরামিক টাইলসের নান্দনিক উৎকর্ষতা ফুটে ওঠে সেই কারিগরদের এই আয়োজনটিতে সম্মানিত করার পরিকল্পনা প্রতিষ্ঠানটির।
উৎসবের সিলেট পর্ব অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৪ এপ্রিল)। নগরের গার্ডেন ইন মিলনায়তনে অনুষ্ঠিত ‘টাইলস শিল্পী মিলনমেলা’য় উপস্থিত ছিলেন ১৬০ জন টাইল ফিটার। পরের সন্ধ্যায়, বুধবার (২৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার ফুড হাট হোটেলে অনুষ্ঠিত আরেকটি মিলনমেলা। এতে একত্রিত করা হয় সমসংখ্যক টাইল ফিটারের পাশাপাশি এ শিল্পের পেশাদার এবং উৎসাহীদের।
অনুষ্ঠানে এক্স সিরামিকস গ্রুপ টাইলিং সলিউশনে তাদের সাম্প্রতিক উদ্ভাবন প্রদর্শন করে। যার মধ্যে ছিল স্টোন শিল্ড (বিশ্বের সবচেয়ে টেকসই টাইল হিসেবে চিহ্নিত), জার্মিপ্রুফ টাইলস (যা ৯৯ শতাংশ জীবাণু ধ্বংস করে), অ্যান্টি স্লিপ টাইলস এবং রোবাস্টোসহ অন্যান্য। এসব পণ্য টাইলস শিল্পে একটি উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করেছে এবং শৈলী ও বর্ধিত কার্যকারিতা প্রদান করে।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্স সিরামিকস গ্রুপের বিক্রয় ও বিপণন পরিচালক মোরশেদ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন হেড অফ সেলস শাহতুর রহমান, হেড অফ দ্য এক্স মোনালিসা ব্র্যান্ড খলিলুর রহমান, আলেকজান্ডারের রুহুল প্রমুখ।
হাজার বছরের বেশি সময় ধরে মানুষ সিরামিক ও সিরামিক সামগ্রী ব্যবহার করে আসছে। শতকের পর শতক ধরে বাহারি তৈজসপত্র ও অট্টালিকা নির্মাণের জন্য সিরামিকের ওপর নির্ভর করতেন ধনপতিরা। কালক্রমে সাধারণ মানুষের হাতে আসে তা। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এর ব্যবহার শুরু হয়। তবে দীর্ঘদিন আমদানি করা হতো সিরামিক পণ্য। সেই অবস্থা এখন অতীত; দেশেই একটি শক্ত অবস্থানে রয়েছে সিরামিক খাত। শুধু তা-ই নয়, দেশের চাহিদা পূরণ করে রফতানিও করছেন উদ্যোক্তারা। সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার- এ তিনটি শিল্পকে একসঙ্গে সিরামিক খাত বলা হয়। ক্রমবর্ধমান এ শিল্পের প্রসারে যে কয়েকটি প্রতিষ্ঠান অগ্রগণ্য সেগুলোর মধ্যে অন্যতম এক্স সিরামিকস গ্রপ।