বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ইউনিয়নের ঢালমারা গ্ৰামের সুলতান মোল্লার বাড়ি সংলগ্ন জলাশয়ে ঝড়ের কারণে ছিড়ে পড়া বৈদ্যুতিক তার জড়িয়ে মারা যান তারা। বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সর্দার এতথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- স্থানীয় বাসিন্দা সুলতান মোল্লার নাতি সালমান (৫), তার বোন রেজবী (৯) এবং তাদের মা সোনিয়া বেগম (৩০)।
জানা গেছে, সম্প্রতি ঝড়ের কারণে ঢালমারা গ্রামে পল্লী বিদ্যুতের তার ছিড়ে জলাশয়ে পড়ে। বাকেরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে খবর না দেওয়ার কারণে বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়নি। আজ সকাল ১১টার দিকে সুলতান মোল্লার নাতি সালমান খেলা করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে রেজবীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। কিছুক্ষণ পর সন্তানদের খুঁজতে ঘটনাস্থলে যান তাদের মা সোনিয়া বেগম। সন্তানদের স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।