মিডিয়া

রাইজিংবিডির বৈশাখ ও বর্ষপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম প্রকাশিত বৈশাখ ও বর্ষপূর্তি সংখ্যা ১৪৩১ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর-১ এর মাজার রোডে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিএফইউজের কোষাধ্যক্ষ খাইরুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, রাইজিংবিডি ডটকমের প্রকাশক এস এম জাহিদ হাসান এবং পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন নির্বাহী সম্পাদক তাপস রায়। 

অনুষ্ঠানে মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকতা সবচেয়ে স্মার্ট পেশা। এটা মূর্খ মানুষের পেশা না। সাংবাদিকতায় নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এভাবেই এগিয়ে যেতে হবে। 

রাইজিংবিডির সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ওয়ালটন আপনাদের সুযোগ করে দিয়েছে, আপনারা এগিয়ে যান। 

ওমর ফারুক অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। তিনি বলেন, সবার সাংবাদিক হওয়ার দরকার নেই। যার যোগ্যতা আছে, সেবার বিষয়ে যারা সজাগ থাকবে, তারাই সাংবাদিকতা করবে।

রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন, সাংবাদিকতা পেশা নয়, নেশা। অনলাইন সবার কাছে তাৎক্ষণিকভাবে সংবাদ পৌঁছে দেয়। অনেক সোশ্যাল মিডিয়া বিভ্রান্তি সৃষ্টি করে। এটাকে প্রতিরোধ করতে হবে অনলাইন পোর্টালকেই। সত্য তুলে ধরতে হবে।

রাইজিংবিডি পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির বলেন, সাংবাদিকরা সমাজের সবচেয়ে বড় সেবক। জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনার সবার সেবা করেন। আপনারা সবার উপকার করতে পারেন। 

এ সময় উপস্থিত সাংবাদিকদের নেতাদের কাছে তিনি প্রশ্ন রাখেন, সংবাদকর্মীদের সেবক ঘোষণা করেন না কেন?

হুমায়ুন কবির বলেন, সবকিছু বিবেচনা করলে রাইজিংবিডি শীর্ষে আছে। শীর্ষে ছিলাম, শীর্ষেই থাকব। আমরা ইউনিক, ইউনিকই থাকব।

অতিথিরা সবাই রাইজিংবিডি ডটকমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।