পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভেসে এসেছে ২৭ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থের একটি টর্পেডো সদৃশ বস্তু। রোববার (২৮ এপ্রিল) দুপুরে বঙ্গোপসাগর থেকে উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খালে বস্তুটি ভেসে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে বস্তুটি ভাঙ্গার খালে প্রবেশ করেছে। স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। বর্তমানে ওই বস্তুটি পুলিশি পাহারায় রয়েছে।
মীরকান্দা গ্রামের বাসিন্দা রাব্বি মিয়া বলেন, আমরা এ ধরনের বস্তু আগে কখনো দেখিনি। এটি মনে হচ্ছে সাবমেরিন মিসাইল। নেটে এ ধরনের মিসাইল দেখেছি।
অপর বাসিন্দা ছমেদ আলী বলেন, এটি অনেক ভারি। অনেক মানুষ এখানে এটি দেখতে এসেছেন। পুলিশ এসে সবাইকে এই স্থান থেকে সরিয়ে দিয়েছে। এটি হয়তো কোনো ভারি অস্ত্র হতে পারে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা ছবি দেখে এটি প্রাথমিকভাবে টর্পেডো বলে জানিয়েছেন।