খেলাধুলা

ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে টস হেরে ফিল্ডিং করবে নিগার সুলতানা জ্যোতির দল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় খেলাটি শুরু হবে। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ইউটিউবে। 

বাংলাদেশের তুলনায় ভারত অত্যন্ত শক্তিশালী দল। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭টি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে। তাতে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।

ভারত একাদশ: স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, হারমানপ্রীত কৌর, স্বস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, সাজিভান সাজনা, রিচা ঘোষ, পূজা ভস্ত্রকার, শ্রেয়াংকা পাতিল, রেনিকা সিং ও রাধা যাদব।