চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিদায়ী ও নবাগত শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে সততা দিয়ে নিজেদের কাজ সম্পাদন করুন। আপনাদের যদি সততা থাকে, তাহলে মানুষ আপনাদের গ্রহণ করে নিবে। আপনাদের উপর অর্পিত দায়িত্বটা যথাযথভাবে পালন করার চেষ্টা করুন।
প্রবীণ শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা পরামর্শ দিয়ে সঙ্গে থাকবেন। আপনারা যদি কোনো পরামর্শ দেন, আমি তা গ্রহণ করব।
নবীন শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা শিক্ষকতাকে হিসেবে পেশা বেছে নিয়েছেন, আপনাদের আহ্বান জানাচ্ছি- গবেষণা নিয়ে আপনারা কাজ করবেন। আপনার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সঠিকভাবে দায়িত্ব পালন করা।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেণু কুমার দে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। এছাড়াও এতে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার ৭৯ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। অবসরে গেছেন ১৩ জন। এর মধ্যে ৪০ জন নবীন শিক্ষককে সংবর্ধনা ও ১৩ জন প্রবীণ শিক্ষককে বিদায় দেওয়া হয়েছে।