সরকারি নির্দেশনা মেনে রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে কুমিল্লার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি খেতে ভুলে না যায় সেই কারণে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
গতকাল শনিবার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। এছাড়াও সব গণমাধ্যম কর্মীদের কাছে এই চিঠি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে আমরা নিজস্ব উদ্যােগে ব্যতিক্রমী এই পানি ঘণ্টা চালু করেছি। যতদিন তাপপ্রবাহ থাকবে, পানি ঘণ্টা ততদিন চালু থাকবে।