ঝালকাঠির সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। জেলা নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহা. আব্দুল ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে চার জন প্রার্থী ছিলেন। তারা হলেন, খান আরিফুর রহমান, সুলতান হোসেন খান, নুরুল আমিন খান সুরুজ ও সৈয়দ রাজ্জাক আলী সেলিম। এখন তিন জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সৈয়দ রাজ্জাক আলী সেলিম বলেন, ‘চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম। ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
ঘোষিত তফসিল অনুযায়ী সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহণ করা হবে ২১ মে।