সারা বাংলা

নাটোরে ইয়াবাসহ কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কাউসার আহমেদসহ দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ মে) তাদের আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল উপজেলা পরিষদের সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কাউসার আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার হাবিবপুর এলাকার হোসেন আলীর ছেলে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ কৃষি কর্মকর্তাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।