খেলাধুলা

ছয় অলরাউন্ডার রেখে আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। যে দলকে নেতৃত্বে দিবেন রশিদ খান। তবে এই দলে জায়গা হয়নি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়া হাশমতউল্লাহ শাহিদির। তবে প্রথমবার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন নূর আহমদ, নাঙ্গিয়াল খারোতি ও মোহাম্মদ ইসহাক।

দলে ব্যাটসম্যান আছেন চারজন- রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ ইসহাক। তবে অলরাউন্ডার আছেন ছয়জন। তারা হলেন- আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, নাঙ্গিয়াল খারোতি ও রশিদ খান।

খারোতি, রশিদ ও নবীর বাইরে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন মুজিব উর রহমান ও নুর আহমদ। পেস আক্রমণে আছেন নাভিন উল হক, ফজলহক ফারুকি ও ফরিদ আহমদ।

ভ্রমণ রিজার্ভ হিসেবে আছেন- হজরতউল্লাহ জাজাই, সাদিকুল্লাহ অতল ও মোহাম্মদ সালিম।

বিশ্বকাপে আফগানিস্তান আছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। ৩ জুন উগান্ডার বিপক্ষের ম্যাচ দিয়ে আফগানদের বিশ্বকাপ মিশন শুরু হবে।

আফগানিস্তানের বিশ্বকাপ দল: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গিয়াল খারোতি, মুজিব উর রহমান, নূর আহমদ, নাভিন-উল হক, ফজল হক ফারুকী ও ফরিদ আহমদ।

রিজার্ভ: সাদিকুল্লাহ অটল, হজরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ সেলিম।