উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগে আজ বুধবার রাতে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড ও প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। জার্মান বুন্দেস লিগার ক্লাব বরুশিয়ার মাঠ সিগনাল ইদুনা পার্কে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
শুধু সেমিফাইনাল নয়, গ্রুপপর্বের দেখা হয়েছিল বরুশিয়া-পিএসজির। ‘এফ’ গ্রুপে ঘরের মাঠে প্রথম দেখায় পিএসজি ২-০ গোলে জয় পায়। ফিরতি লেগে বরুশিয়ার মাঠে করে ১-১ গোলে ড্র।
কোয়ার্টার ফাইনালে পিএসজি প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-২ ব্যবধানে হার মানে। কিন্তু ফিরতি লেগে তাদের ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে বরুশিয়া প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হার মানে। কিন্তু ফিরতি লেগ ৪-২ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট পায়।
অর্থাৎ উভয় দল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরেও ফিরতি লেগ জিতে সেমিফাইনালে এসেছে। বরুশিয়া ২০১২-১৩ সালের পর এই প্রথম সেমিতে এলো। তবে পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে তাদের প্রস্তুতিটা পরিকল্পনা মাফিক হয়নি। বুন্দেসলিগায় তারা শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনের সঙ্গে। তার আগে আরবি লাইপজিগের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে।
পিএসজির বিপক্ষেও তাদের অতীত পরিসংখ্যান ভালো নয়। আগের ছয়বারের দেখায় তারা জিতেছে মাত্র একবার। তাও ২০১৯-২০ মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগ জিতেছিল ২-১ গোলে।
অন্যদিকে পিএসজি আছে দারুণ ছন্দে। দুদিন আগে তারা ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয় নিশ্চিত করেছে। এবার তারা ক্লাবটির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় মাত্র তিন ম্যাচ দূরে আছে। এবার প্রথমটি বরুশিয়ার মাঠে জেতার পালা।
বরুশিয়া ডর্টমুন্ডের সম্ভাব্য শুরু লাইনআপ: কোবেল; রায়ারসন, হামেলস, শ্লোটারবেক, ম্যাটসেন; সাবিটজার, ক্যান, আদেয়েমি, ব্র্যান্ডট, সানচো ও ফুলক্রুগ।
প্যারিস সেন্ত জার্মেইর সম্ভাব্য শুরুর লাইনআপ: দোনারুম্মা, হাকিমি, মারকুইনহোস, দানিলো, হার্নান্দেজ, ভিতিনহা, জাইরি-এমেরি, দেম্বেলে, আসেনসিও, বারকোলা ও এমবাপ্পে।