সারা বাংলা

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

মাদারীপুরের রাজৈরে ট্রাকের ধাক্কায় হোসেন মুন্সি (৬০) ও ধলু হাওলাদার (৬৫) অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন। 

শনিবার (৪ মে) সকালে রাজৈর উপজেলার দাড়াদিয়া-শ্রীনদী সড়কের বাদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন মুন্সি চরঘন্সি গ্রামের নবাব আলী মুন্সির ছেলে এবং নিহত ধলু হাওলাদার একই গ্রামের লালমিয়া হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজৈর উপজেলার দাড়াদিয়া- শ্রীনদী সড়কে দ্রুত গতির একটি ট্রাক পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়। পরে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।