বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) দুপুরের দিকে বনের অভ্যন্তরের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। বনরক্ষী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, জেলেরা বনের মধ্যে ধোঁয়া দেখার খবর জানান। এরপর বনরক্ষীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। বনরক্ষী ও স্থানীয়রা মিলে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বনের কতোটুকু অংশে আগুন লেগেছে এবং কীভাবে এর সূচনা এ বিষয়ে কিছু জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।