উপজেলা নির্বাচন উপলক্ষে বুধবার (৮ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। মঙ্গলবার (৭ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ মে দেশের ১৪১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (৮ মে) ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ইসলামী বিশ্ববিদ্যালয় নির্বাচনি এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় বুধবার ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।
তবে, অফিস বন্ধের সময় জরুরি সেবাসমূহ চালু থাকবে। এ ছাড়া ছুটির দিনের সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।