ঠাকুরগাঁওয়ে অতর্কিতভাবে ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেয়ার চেষ্টাকালে হৃদয় হোসেন (২৪) নামে যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দলবদ্ধ হয়ে কয়েক জন যুবক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেয়ার চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা চিৎকার করলে পুলিশ এসে হৃদয় হোসেনকে আটক করে। তখন অন্যরা পালিয়ে যায়। আটক হৃদয় হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজু পাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
বুধবার সকাল ৮টা থেকে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। টানা বিকাল ৪টা পর্যন্ত চলে।
মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা গোপাল চন্দ্র বর্মণ বলেন, ব্যালট ছিনতাই ও জাল ভোট দেয়ার চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণ আদালত হৃদয় হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।