চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলার দুটিতেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত দুই নেতা। অন্য আরেকটিতে জিতেছেন আওয়ামী লীগ নেতা। বুধবার (৮ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
তিন উপজেলায় বিজয়ীরা হলেন- নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহা. আশরাফ হোসেন ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, নাচোল উপজেলায় আব্দুল কাদের ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক আওয়ামী লীগ নেতা মো. আবু রেজা মোস্তাফা কামাল পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট। আব্দুল কাদের দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন জয় পেয়েছেন।
ভোলাহাট উপজেলায় আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ প্রতীকে ১৩ হাজার ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমাতুল আরশ জয় পেয়েছেন।
গোমস্তাপুর উপজেলায় মোহা. আশরাফ হোসেন আলিম আনারস প্রতীকে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ নেতা হুমায়ুন রেজা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট । ভাইস চেয়ারম্যান পদে হাসানুজ্জামান নুহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা জয় পেয়েছেন।