খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে ক্রেডিট কম পাই, হারলে অন্যরকম কথা হবে: তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে দাপটের সঙ্গে জিতলেও বাংলাদেশের ক্রিকেটারদের টি-টোয়েন্টি অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা হচ্ছে। বিশেষ করে ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে যত কথা। বোলিং বিভাগে তাসকিন আহমেদ সেরাটা দিয়ে উজাড় করে দিচ্ছেন।

প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে দুর্বল হলেও তাসকিন এভাবে ভাবেন না। তার মতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে কৃতিত্ব কম পান, আবার হারলে জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেছে বলে মজা করবে এমন একটা দোটানার মধ্যে থাকেন তারা। চতুর্থ ম্যাচের আগে বৃহস্পতিবার (৯ মে) সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ডানহাতি এই পেসার। 

‘আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে আবার যদি একটা ম্যাচ হেরে যাই, তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে, যে জিম্বাবুয়ের সাথে হারছি। জিতলে কৃতিত্ব কম পাই, আবার হারলে সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছি।’

‘অপ্রত্যাশিতভাবে আমাদের অনেক রকম কথাই শুনতে হয়। যখন খেলতে নামি যে প্রতিপক্ষই হোক সেরাটা দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে ভালো হয় খারাপ হয়’-আরও যোগ করেন তাসকিন। 

পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে আছে ৩-০ ব্যবধানে। এবার লক্ষ্য ধবলধোলাই। তাসকিন ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। বল হাতে ছিলেন ভীষণ কৃপণ। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ১৪ রান দিয়ে। বাকি দুই ম্যাচে রান দিয়েছেন যথাক্রমে ১৮ ও ২১ রান। উইকেট নিয়েছেন ২টি ও ১টি করে। 

তাসকিনদের মূল লক্ষ্য বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ কেন্দ্রিক। দেখেন আমরা যারা ক্রিকেটাররা আছি, আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতে নামি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা। অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে নাই; কন্ডিশন, অপজিশন, কার সাথে খেলতেছি, কখন খেলতেছি। আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতে নামি সেরাটা দেই। ইভেন ডিপিএলেও যখন খেলতে নামি ভালো খেলারই চেষ্টা করি।’

‘মূল লক্ষ্য বিশ্বকাপ কেন্দ্রিক। সবাই টিম ওয়াইজ, যে যার জায়গা থেকে যদি ৫/১০ ভাগ ইমপ্রুভমেন্ট নিয়ে যেতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারব এবং আমাদের শুরুটাও গুরুত্বপূর্ণ হবে। উন্নতির ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি, সবার মধ্যে এটাই লক্ষ্য বিশ্বকাপে কিভাবে ভালো করা যায়। এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি, ট্রেনিং করছি সবাই।’