পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার পিএলসির সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি সুজ লিমিটেড প্রথমবারের মতো উৎপাদন শুরু করেছে।
বৃহস্পতিবার (৯ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিগ্যাসি সুজ লিমিটেডের মাধ্যমে উৎপাদিত পণ্য কোম্পানিটি দেশীয় বাজারে সরবরাহ করবে। এর মাধ্যমে চামড়া খাতে লিগ্যাসির ম্যানেজমেন্টের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা রয়েছে, তা ব্যবহার করে নতুন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানিটি মুনাফা বাড়াতে পারবে।
কোম্পানিটি জানিয়েছে, প্রধান যন্ত্রপাতি ও সরঞ্জামগুলোর পাশাপাশি কারখানা সংস্কারের পর লিগ্যাসি ফুটওয়্যার সরাসরি রপ্তানি ও বিক্রয় কার্যক্রম পুনরায় শুরু করেছে। বর্তমানে কোম্পানির উৎপাদন প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলছে।