খেলাধুলা

বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য, উঁকি দিচ্ছে হোয়াইটওয়াশ 

এবারও বল হাতে ভারতের মেয়েদের কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও কঠিন লক্ষ্য দিয়ে থেমেছে সফরকারী দল।

সিলেটে আজ বৃহস্পতিবার (০৯ মে, ২০২৪) চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করতে নেমে ভারত ৫ উইকেটে ১৫৬ রান করে থামে। চলমান সিরিজে বাংলাদেশ আগে-পরে ব্যাটিং করে কোনো ম্যাচেই ১১৭ রানের বেশি করতে পারেনি।

১৭ বলে ২৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। তার ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ১টি ছয়ের মারে।

সর্বোচ্চ ৩৭ রান আসে ডিলান হেমালতার ব্যাট থেকে। ২টি করে চার-ছয়ের মারে ২৮ বলে এই রান করেন তিনি। এ ছাড়া স্মৃতি মান্ধানা ৩৩, হারমানপ্রীত কৌর ৩০ ও শেফালি ভার্মা ১৪ রান করেন। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন রাবেয়া খান ও নাহিদা আক্তার। ১টি উইকেট নেন সুলতানা খাতুন। এই ম্যাচে একাদশে আসা ফারিহা তৃষ্ণা ২ ওভার বোলিং করে ছিলেন উইকেটশূন্য। 

পাঁচ ম্যাচ সিরিজে চারটিতে হেরে হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ। সিরিজে সবকটি ম্যাচের হারের লজ্জা এড়াতে হলে নিগার সুলতানা জ্যোতিদের দুর্দান্ত ব্যাটিংয়ের কোনো বিকল্প নেই।