সারা বাংলা

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে লরি, নিহত ২

দিনাজপুর সদর উপজেলার কাউগাঁও এলাকায় ট্যাংক লরির চাপায় ২ জন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নৈশপ্রহরী আজাহার আলী (৬০) ও চায়ের দোকানের ক্রেতা রানা (২৫)। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেলবাহী একটি লরি কাউগাঁও পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের চায়ের দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় লরির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।