বান্দরবানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার পাসের হার বেড়েছে। চলতি বছরে পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭৫ শতাংশ। গত বছর বান্দরবানে এসএসসি পরীক্ষার পাসের হার ছিল ৭০ দশমিক ৩০ শতাংশ।
রোববার (১২ মে) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এবার বান্দরবান জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কারিগরি, মাদ্রাসা ও স্কুলে মোট অংশগ্রহণ করেছিল ৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬ শত ৯০ জন শিক্ষার্থী। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০০ জন শিক্ষার্থী।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, স্কুলভিত্তিক এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪ হাজার ৪ শত ৫৯ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ২ শত ৩ জন ও জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন। এবার স্কুলের পাসের হার ৭১ দশমিক ৮৩ শতাংশ। মাদ্রাসা ভিত্তিক এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪ শ ২৩ জন পাশ করেছে ৩ শ ৪০ জন ও জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৮০ দশমিক ৩৭ শতাংশ ও কারিগরি বিভাগের পরীক্ষায় অংশ নিয়েছে ১ শত ৯০ জন, উত্তীর্ণ হয়েছে ১ শত ৪৭ জন ও জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৭৭ দশমিক ৩ শতাংশ।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, গতবারের বন্যার কারণের শিক্ষার্থীদের পড়াশোনা কিছুটা ঘাটতি ছিল। কারণ সে সময় বন্যাতে সব বই নষ্ট হয়ে গিয়েছিল। তাই পড়ালেখা তেমন করতে পারেনি শিক্ষার্থীরা। তবে গত বছরের তুলনায় চলতি বছরে পাশের হার বেড়েছে। ভবিষ্যতে আরও পাশের হার বাড়বে।