গাজীপুরের শ্রীপুরে রেলসেতু পার হওয়ার সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেতু থেকে ছিটকে পড়ে দুই বৃদ্ধ নিহত হয়েছে।
রোববার (১২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সেতাফুর রহমান। বিকেলে উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশনের অদূরে সুতিয়া নদীর ওপর রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সেতাফুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানতে পারব।’
কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই জন মারা গেছেন। রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলের দিকে দুই জন বয়স্ক লোক গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার থেকে রেলসেতু পার হয়ে কাওরাইদ বাজারে আসছিলেন। এ সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলে আসলে তাদের দুই জনকে চলন্ত ট্রেন ধাক্কা দিলে ক্ষতবিক্ষত হয়ে নিচে পড়ে যায়। একজনের মাথা ক্ষতবিক্ষত হয়ে মারা গেছে। অপরজন রক্তক্ষরণ হয়ে মারা গেছে।
তারা আরও বলেন, ট্রেন আসতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করলেও তারা তাড়াহুড়ো করে ব্রিজ পার হওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। ঘটনাস্থলে দুই জন মারা যায়।