নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় রাফসান জামি (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১২ মে) দুপুরে সৈয়দপুর শহরের দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফসান জানি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে এবং সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রাফসান জিপিএ-৪.৮৯ পায়। কিন্তু তার বিশ্বাস ছিল জিপিএ-৫ পাবে। কাঙ্ক্ষিত ফলাফল না করতে পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।