কুমিল্লায় যুদ্ধাপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. আবু বক্কর সিদ্দিককে (৮০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা।
রোববার (১২ মে) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৩ মে) কুমিল্লা নগরীর শাকতালায় র্যাব-১১ সিপিসি-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার মাহমুদুল হাসান। র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আবু বক্কর সিদ্দিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন কুমিল্লায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।