মেডিক্যাল সেক্টরে ব্যবসায়ীদের সংগঠন ‘ডায়াগনস্টিক রি-এজেন্ট অ্যান্ড ইক্যুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ (ড্রিটাব) এর নতুন কমিটির অভিষেক হয়েছে।
শনিবার (১৮ মে) রাতে রাজধানীর ঢাকা ক্লাবে সংগঠনটির শতাধিক সদস্যের উপস্থিতিতে এ অভিষেক হয়।
এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে সাধারণ সদস্যদের মাঝে পরিচয় করে দেওয়া হয় নতুন কমিটিকে।
মেডিক্যাল ও ডায়াগনস্টিক ক্ষেত্রে সংগঠনের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে অনুষ্ঠানে নেতারা আলোচনা করেন।
আলোচনায় নেতারা সংগঠনের ঐক্যবদ্ধতা ও সফলতা ধরে রাখতে সব সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেন।
ড্রিটাব সভাপতি একেএম কামরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান (আবু) সঞ্চালনা করেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন ড্রিটাবে সহ-সভাপতি রমজান আলী, সৈয়দ মেহেদী মনোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, কোষাধ্যক্ষ শফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার সৌরভ, প্রচার ও প্রচারণা সম্পাদক ধিরাজুল ইসলাম ও দফতর সম্পাদক রশিদ মোহাম্মদ হারুন প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক ও নৈশভোজ দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।