জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত নজরুল পদক-২০২৪ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এ পদকের জন্য চার গুণী ব্যক্তিকে নির্বাচিত করা হয়। এর আগে, পদকের জন্য গঠিত নির্ধারিত কমিটি তাদের নাম সুপারিশ করে।
এ বছর পদকের জন্য নজরুল সংগীতে সঙ্গীতশিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আাহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ নির্বাচিত হয়েছেন।
আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান ও নজরুল জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় আয়োজিত ১২৫তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।