পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৩ জুন কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৩ জুন সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির চতুর্থ ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন। কোম্পানিটি তিনটি প্রস্তাব অনুমোদনের জন্য ইজিএম আহ্বান করা হয়।
প্রস্তাবগুলো হলো- প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তেলিত অর্থ ব্যয়ের সময়সীমা ৯ মাস বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যবহারের অনুমোদন; প্ল্যান্ট, যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক ইনস্টলেশনের জন্য আইপিও আয়ের অর্থ ব্যয়ের বরাদ্দ পরিবর্তন এবং কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ৫৫ নম্বর ধারা পরিবর্তন।
এর আগের ঘোষিত সময় অনুযায়ী কোম্পানিটির ইজিএম গত ১৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।