দিনাজপুরের বিভিন্ন উপজেলার পথেঘাটে, খাল-বিল পাড়ে এবং বাড়ির আনাচে কানাচে নজরে পড়ছে কাঁচা-পাকা খেজুর।
বলা হয়, বছরে দুই ফলন আসে খেজুর গাছে, শীতকালে মিষ্টি সুস্বাদু রস, আর গরমকালে খেজুর ফল।
জেলার বিভিন্ন স্থানে খেজুর গাছে থোকায় থোকায় ঝুলছে খেজুর। এখনও প্রায় ২০ থেকে ২৫ দিন সময় লাগবে খেজুরগুলো পাকতে। সরকারি সড়কের খেজুর গাছের খেজুরগুলো স্থানীয় ছেলে-মেয়েরা পেড়ে খেতেও শুরু করেছে। এখনই অনেক খেজুরে রঙ ধরেছে। তবে এখনো খাওয়ার উপযোগী হয়নি, এখনও খেতে কষ কষ লাগছে, পাকলে তা মিষ্টি হবে। পাকলে অনেকেই এই পাকা খেজুর বাজারেও বিক্রি করবেন।
হাকিমপুরের বোয়ালদাড় গ্রামের আশরাফুল ইসলাম বলেন, আমার বাড়ির পাশে তিনটি খেজুরের গাছ আছে, বয়স অনেক হয়েছে। তিনটি গাছেই প্রচুর খেজুর ধরেছে। কিছু দিনের মধ্যেই তা পাকবে। কিন্তু গ্রামের ছেলেরা এখনি পেড়ে খেতে শুরু করেছে।
বিরামপুর উপজেলার রাস্তার পাশের গাছ থেকে খেজুর পাড়ছিলো কিশোর নাহিদ হোসেন। সে জানায়, এখনো পাকেনি, খেতে একটু কোষ্টা (কষ)।
বিরামপুরের জোতবানী গ্রামের রাসেল মিয়া বলেন, এখন তো আর আগের মতো খেজুরের গাছ নাই। আমার একটা খেজুরে গাছ হয়েছে, এইবার প্রথম ফল আসছে। অনেক খেজুর ধরেছে, দেখলে মন জুড়িয়ে যায়। আর কিছুদিন পরই খেজুরগুলো পাকবে, তার পর পাড়বো এবং বাড়ির জন্য রেখে আশেপাশের লোকজনকে দিবো।