ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গোপনকক্ষে গিয়ে অন্য ভোটারের ব্যালট পেপারে সিল মারার সময় মাহবুব মিয়া (৩৮) নামে হাতেনাতে একজন পুলিং এজেন্টকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে আখাউড়া উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ (পুরাতন ভবন) কেন্দ্রে গোপনকক্ষে গিয়ে অন্য ভোটারের ব্যালট পেপারে তিনি সিল মারছিলেন।
আটককৃত মাহবুব মিয়াকে দণ্ডবিধির ১৭১-চ ধারায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মাহবুব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাহাব উদ্দিন বেগ শাপলুর পুলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন। একইসাথে ভোট কক্ষে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার এর দ্বায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে নির্বাচনের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাজার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখ।