ক্রিকেট অস্ট্রেলিয়া প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে বহুসংস্কৃতি দূত প্রোগ্রাম। উদ্বোধনী প্রতিনিধি হিসেবে সরকার, ব্যবসা, খেলাধুলা, মিডিয়া এবং বিভিন্ন কমিউনিটির সঙ্গে যুক্ত ৫৪ জনকে বেছে নিয়ে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই উদ্যোগ খেলাধুলা ও বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভূক্তি এবং ইতিবাচক পরিবর্তনে বিভিন্ন অঙ্গনের সম্মানিত ব্যক্তিদের একত্রিত করেছে। যেখানে রয়েছে ৪ জন বাংলাদেশিও।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার রানারআপ কিশোয়ার চৌধুরী, কিশোয়ারের বাবা ও সমাজসেবী কামরুল চৌধুরী এবং অস্ট্রেলিয়ার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফার্মাসিস্ট স্বরূপ আফসার এই প্রোগামের অনুর্ভূক্ত হয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হোকলে বলেছেন, ‘আমরা বহুসংস্কৃতির দূতের মতো গতিশীল এবং বৈচিত্র্যময় গোষ্ঠীকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। তাদের সম্মিলিত নেতৃত্ব, দক্ষতা এবং আবেগ অর্থপূর্ণ পরিবর্তন এবং আরও অন্তর্ভূক্তিমূলক ক্রিকেট সম্প্রদায়কে উত্সাহিত করতে সহায়ক হবে।’
অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজাকে এই প্রোগ্রামে যুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া কিংবদন্তি ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী, লিসা স্টালেকারও যুক্ত হয়েছে।
ওসমান খাজা নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির দূত হিসেবে যুক্ত হতে পেরে গর্বিত। আমি খেলাটিকে একটি সেতু হিসেবে দেখি যা বিভিন্ন সম্প্রদায়কে সংযুক্ত করে এবং সকলকে স্বাগত জানায়, বোঝাপড়া, সম্মান এবং একতা বৃদ্ধি করে।’
ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার লিসা স্টালেকার বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া বহুসংস্কৃতির দূত হওয়া অবিশ্বাস্য সম্মানের। এটি এমন একটি আয়োজন যা আমাকে ক্রিকেটের বৈচিত্র্যের প্রচার করতে উদ্বুদ্ধ করবে এবং খেলাটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।’
শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপালি এবং আফগানিস্তানের কমিউনিটির বিভিন্ন ব্যক্তিকে এই প্রোগ্রামে যুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।