বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনের জন্য সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বুধবার (২২ মে) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
আবুল কালাম বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার একদিনের জন্য বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে এই স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আগামী ২৩ মে (বৃহস্পতিবার ) সকাল থেকে এই স্থলবন্দরের সব কার্যক্রম আবারো চালু হবে।