সারা বাংলা

কালিয়াকৈরে সাড়ে ২১ হাজার ভোটে জিতলেন আজাদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারকে ২১ হাজার ৬৫৭ ভোটে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সেলিম আজাদ। তিনি এই উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। 

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার ১২৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সেলিম আজাদ ‘মোটারসাইকেল’ প্রতীকে ৮৩ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চোরম্যান মো. কামাল উদ্দিন সিকদার ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট। 

স্থানীয়রা আওয়ামী লীগ নেতারা জানান, নির্বাচনের প্রচারণার সময় থেকেই দুই প্রার্থীর কথার লড়াই জমে উঠেছিল। কামাল উদ্দিন সিকদার দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। বিভিন্ন চড়াই-উতরাই মধ্যেও সিকদার পরিবার কালিয়াকৈর আওয়ামী লীগের পাশে ছিলেন, ফলে নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা তার পক্ষে কাজ করছেন। এদিকে সেলিম আজাদ তৃণমূলের প্রতি আস্থাশীল ছিলেন। যে অঞ্চলে ভোট বেশি সেসব এলাকায় দিনরাত সময় দিয়েছেন। ফলে সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে পেরেছিলেন তিনি। 

নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, আমি সাধারণ মানুষদের মধ্যে ছিলাম। মানুষ তাদের ভালোবাসা দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। আমি কথা দিচ্ছি, সবসময় আমি মানুষের পাশে থাকবো। 

এদিকে, কালিয়াকৈর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন। তিনি ‘তালা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৪৬২ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী মো. রাজিব আহমেদ রাসেল ‘বৈদ্যুতিক বাল্ব’ প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ১৪৯ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন মোসা. শরিফা আক্তার। তিনি ‘হাঁস’ প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৪৫৫ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী সুমী আক্তার ‘কলস’ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৮৭ ভোট।